ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ে যাদের চুলকানি, তাদেরকে একটু মলম দেওয়া
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে বড় ভুল করেননিঃ
কারণ নাম্বার ১ :
আমাদের দেশে সেরা চাকরি ধরা হয় বিসিএস ক্যাডারকে। যেখানে একজন বিসিএস ক্যাডার অথবা ভার্সিটির শিক্ষক চাকরির শুরুতে জয়েন করে ৯ম গ্রেডে ( ২২ হাজার টাকা বেসিকে) যেখানে একজন ডিপ্লোমা প্রকৌশলী শুরুতেই জয়েন করে ১০ম গ্রেডে।
বিসিএস ক্যাডারদের পরের গ্রেডেই ডিপ্লোমা প্রকৌশলীদের জয়েনিং।
আমি বাজি ধরে বলতে পারব, কেবল এবং কেবল ডিপ্লোমা করেই আপনি মাত্র ২০-২২ বছর বয়সেই ১০ম গ্রেডে চাকরি করতে পারবেন। যেটা জেনারেলে স্বপ্নের মধ্যেও সম্ভব না।
এটা ত গেল জয়েনিং এর বিষয়,