Languages

আমাদের সম্পর্কে

Text size A A A
Color C C C C

campus

 কুইন আইল্যান্ড অব বাংলাদেশ খ্যাত ভোলা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী "সফলতার শীর্ষে" ভোলা জেলায় সর্ব প্রথম স্থাপিত ও অটো-মেশন পদ্ধতিতে পরিচালিত প্রাইভেট পলিটেকনিক " ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট "  দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ। ২০০৯ সালে প্রতিষ্ঠিত ইনস্টিটিউটটি দেশের শিক্ষার মানোন্নয়নে অন্যতম অংশীদার হিসেবে সর্বজন সমাদৃত। মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে বাংলার সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি সত্যনিষ্ঠ প্রজন্ম তৈরিতে এই শিক্ষাঙ্গন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন-2041 বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে ইনস্টিটিউটের প্রতিটি ক্লাসরুম মাল্টিমিডিয়াসহ আধুনিক শিক্ষা উপকরণ দ্বারা সজ্জিত করা হয়েছে। পাঠ্যপুস্তুকের জ্ঞানার্জন ও বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করা এই ইনস্টিটিউটের প্রধান লক্ষ্য। ইনস্টিটিউট প্রশাসনের আন্তরিক ব্যবস্থাপনা ও শিক্ষকদের যুগোপযোগী পাঠদান প্রক্রিয়া ইনস্টিটিউটের বিভিন্ন টেকনোলজির ফলাফলে ও চাকুরি পাওয়ায় ঈর্ষণীয় সাফল্য বয়ে আনছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাক্ষরিত এসডিজি-4 বাস্তবায়ন এবং নদী-বিধৌত দক্ষিণাঞ্চলের তথা দেশের সার্বিক শিক্ষার চলমান মানোন্নয়নে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত আছে। ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সিদ্ধান্ত নেয়ার জন্য তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের জ্ঞানার্জনের প্রত্যাশা পূরণে আমরা সর্বদা বদ্ধপরিকর। আগামী দিনগুলোর জন্য রইল নিরন্তর শুভ কামনা। ইনস্টিটিউট্টি ভোলা  সরকারি স্কুল খেলার মাঠ  সুংলগ্ন মমতাজ কমপ্লেক্সে অবস্থিত। আগামীতে স্থায়ি ক্যাম্পাস এ যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাছে। 

আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য:

* ইঞ্জিনিয়ারিং বিদ্যার বিকাশ ঘটে মূলত প্রথম বিশ্ব যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে । কেননা রাষ্ট্র প্রধানগন তখন সামরিক কাজে ইঞ্জিনিয়ারিংজাত সমরাস্ত্র তৈরিতে সবচাইতে বেশী অর্থ ব্যয় কারতেন।

* ৮০ দশকের পর হতে দেশে ও বিশ্বে ক্রমান্বয়ে উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে , ৯০ দশক থেকে আজ পর্যন্ত দেশের সামগ্রিক অবকাঠামো নির্মাণ এবং দেশকে ২০২০ সাল নাগাদ মধ্যম স্তরের ইঞ্জিনিয়ার দরকার পড়বে বর্তমানের তুলনায় ২০ ভাগ বেশী। সাথে সাথে বিশ্বের চাহিদাও বৃদ্ধি পাবে।

* সকল কারিগরি ছাত্র – ছাত্রীকে  অবশ্যই কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হয়। ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট এটা নিশিচত করে । ছাত্র–ছাত্রীদের শিক্ষার মানের উপর ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট সর্বদা দৃষ্টি রাখে এবং এর সাফল্য ধরে রাখে।

* বিশ্বে দ্রুত প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে কল–কারখানা, ব্যবসার- ধরন পরিপূর্ণ উন্নত প্রযুক্তিতে পরিবর্তন হচ্ছে। সুতরাং ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট সাফল্লের সহিত চেষ্টা করছে উন্নত প্রযুক্তির সাথে কাজ করার জন্য দক্ষ প্রকৌশলী তৈরী করতে ।

*রাজনীতি মুক্ত ক্যাম্পাস, শিক্ষার মনোরম পরিবেশ ও অভিঞ্জ ইঞ্জিনিয়ার দ্বারা পাঠদান, ফিঙ্গার প্রিন্টে হাজিরা এবং প্রয়োজনে অনুপস্থিতিতে অভিভাবককে SMS পাঠানো হয়, রুটিন মত ক্লাস ও ল্যাব করলে ১০০% চাকুরির নিশ্চয়তা দেওয়া হয় এবং চাকুরিও পায় ফলে অভিভাবক ও শিক্ষার্থী চিন্তা মুক্ত থাকে ।

কারখানা:

ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট সর্বদা যথেষ্ট দ্বায়িত্ব শীলতার সাথে ছাত্রছাত্রীদের নিজস্ব বাস্তবিক উপযুক্ত সহযোগিতা দিয়ে জাতী গঠন মূলক কর্মকাণ্ডে অবদান রাখছে। তার সাথে সাথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের দীর্ঘদিনের যত্নের সাথে লালন করা স্বপ্নের দক্ষ প্রতিষ্ঠান হিসাবে তৈরী করতে।

ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট ইতিমধ্যে একটি সুদীর্ঘ লক্ষ নিয়ে ২০১০-১১ সময়কাল থেকে ভোলা পৌরসভা, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুত উন্নয়ন বোর্ড, বিদ্যুত উৎপাদন কেন্দ্র ইত্যাদি এর সাথে কাজে ভূমিকা রেখে চলছে।