ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট

ভাষাসমূহ

countdown_image

স্বাগত বানী

স্বাগত বানী

ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৬ই জুন-২০১০ খ্রীঃ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিখাক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠান স্থাপনার অনুমতি লাভ করে। ০৮ই সেপ্টেম্বর-২০১০ খ্রীঃ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিখাক্রমের প্রাথমিক পাঠদানের জন্য সিভিল টেকনোলজি ও ইলেট্রিক্যাল টেকনোলজির অনুমতি পায়। প্রথম অবস্থায় একটি টিনশেড ঘরে শিক্ষা কাযক্রমের ক্লাস আরম্ব করি একজন অধ্যক্ষ, দুই জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও এক জন পিয়ন নিয়ে। বতমানে প্রতিষ্ঠানটি একটি ভাড়া বিল্ডিং এ কাযক্রম পরিচালিত হইতেছে। ভোলা  সরকারি স্কুল খেলার মাঠ  সুংলগ্ন। আগামীতে স্থায়ি ক্যাম্পাস এ যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাছে। বর্তমানে এতে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে। গত ২০১৪ সালে ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রথম ব্যাচ বের  হয়েছে।


Youtube Video