শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর বানী " একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ"। এই বানীকে ধারন করে ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা থেকে বলছে " রুটিন মত ক্লাস ও ল্যাব করলে ১০০% চাকুরির নিশ্চয়তা" যা প্রমাণ করতে সক্ষম হয়েছে । তাই বলছি - বিভিন্ন প্রলভনে কান না দিয়ে এবং আপনার কষ্টে উপার্জিত টাকা বিফলে না দিয়ে, আপনার সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে চাকুরি পাওরার উপযুক্ত করে গড়ে তুলতে "ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউটে(প্রাইভেট)" ভর্তি করতে অনুরুধ রইল।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুনঃ www.bspi.edu.bd
বিঃদ্রঃ প্রোস্পেক্টাসে দেওয়া কিছু শিক্ষার্থীর অনেকেই এই প্রতিষ্ঠানে ৪(চার) বছরে পড়তে যে টাকা খরচ করেছে তার অর্ধেক বা সম্পূর্ণ টাকা একমাসে আয় করছে। দক্ষতা আরও বাড়লে ইনকাম বা বেতন আরও বাড়বে / বাড়তেই থাকবে। অর্থাৎ পানির দামে সোনার হরিণ বা চাকুরি ।
Our Prospectus
