ভাষাসমূহ

ড্রাইভিং কাম অটো মেকানিক্স

Text size A A A
Color C C C C

 

ড্রাইভিং কাম অটো মেকানিক্স এর গুরুত্ব

ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট ভোলা জেলায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত এমন একটি প্রতিষ্ঠান বা  প্রশিক্ষণকেন্দ্র যা বাংলাদেশে সড়ক দুর্ঘটনা লাঘবে ড্রাইভারদেরকে সুদক্ষ চালক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে । প্রতিদিন বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অত্যন্ত হতাশাজনক যা সড়ক পরিবহন চালকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কমিয়ে আনা সম্ভব । তাই বাংলাদেশ সরকারের নিরাপদ সড়ক গড়ে তোলার প্রত্যয়কে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আমরা সামগ্রিকভাবে কাজ করে যেতে চাই । সড়কের নিরাপত্তাই, নিরাপদ সড়ক আন্দোলনের মূল লক্ষ্য, তাই সড়কে জনমানুষের জীবনকে আরও সুরক্ষিত করার লক্ষ্যে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু যেখানে বাংলাদেশের স্বনামধন্য প্রশিক্ষকদের দ্বারা ড্রাইভাদের প্রশিক্ষণ দেয়া হয় ।

সম্প্রতি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের অগ্রগতি বিশ্বব্যপি প্রশংসিত তাই সড়ক দূর্ঘটনা যেন এ অগ্রগতিতে বাধার সৃষ্টি করতে না পারে সে ব্যপারে ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট সর্বদা সচেষ্ট । বর্তমান সরকারের ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের জনমানুষের জীবনে সড়কে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে লক্ষ্যে আমরা কাজ করে যেতে চাই । বাংলাদেশের প্রতিটি পরিবহন চালক সহ সকল যানবাহন চালক বাংলাদেশের ট্রাফিক আইন মেনে অত্যন্ত দক্ষতার সাথে ড্রাইভিং করবে আমরা সেই প্রত্যাশা করি । 

ড্রাইভিং কাম অটো মেকানিক্স

বিজ্ঞানী ভোল্টা কর্তৃক বিদ্যুৎ আবিস্কারের পর থেকেই মূলতঃ আধুনিক সভ্যতার যাত্রা শুরু। বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন যেমন অচল, ইলেক্ট্রিক্যাল টেকনোলজি ছাড়াও পৃথিবী তেমনি অচল। কৃষি নির্ভর এবং শিল্পনির্ভর অর্থনীতি এখন পরিপূর্ণভাবে বিদ্যুতের উপর নির্ভরশীল। ভারী শিল্প থেকে শুরু করে ক্ষুদ্র কুটির শিল্প এবং গ্রাম্য কৃষি উপকরণ আজও বিদ্যুতের নিয়ন্ত্রণে। বর্তমান সভ্যতার সকল আধুনিক উপকরণসহ বেঁচে থাকার জন্য যুগোপযোগী Medical Science-এর সকল উপকরণই বিদ্যুৎ নিয়ন্ত্রিত। Electrical Technology কে বাদ দিয়ে সভ্যতার সকল উপকরণই অর্থহীন। সুতরাং বলা যায় সভ্যতার সর্বত্র বিদ্যুতের গুরুত্ব অপরিসীম এবং এর গুরুত্ব চিরদিনই থাকবে। ফলে Electrical Technology এর চাহিদা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।

ড্রাইভিং কাম অটো মেকানিক্স এ চাকরির ক্ষেত্রসমূহঃ

উপ-সহকারী প্রকৌশলী পদে (২য় শ্রেণীর গেজেটেড অফিসার) চাকরি পাওয়ার সুযোগ; পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পি. ডি. বি.); পাওয়ার প্ল্যান্ট সেন্টার; পল্লী বিদ্যুৎ সমিতি; পাওয়ার গ্রিড কোম্পানিজ অব বাংলাদেশ; বাংলাদেশ রেলওয়ে; বাংলাদেশ সেনাবাহিনী (ইঞ্জিনিয়ারিং কোর-এ); নৌবাহিনী/ বিমানবাহিনী ও বিমানবন্দর সমূহে; বি. আর. টি. সি. ও বি. আর. টি. এ. ; সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনষ্টিটিউটসমূহে শিক্ষকতায়; টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ এবং ভোকেশনাল স্কুলসমূহে; মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহে; বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী পদে; দেশি-বিদেশি শিপে; গার্মেন্টস ও শিল্প কারখানায়; সরকারি সার কারখানায়; সরকারি চিনির মিল সমূহে; ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতি তৈরির কারখানায়; ই. পি. জেড. সমূহে; বিজি প্রেস; এন. জি. ও. সমূহে; গ্রামীন শক্তি; বিভিন্ন মোবাইল কোম্পানি সমূহে; সিমেন্ট ও সিরামিক কোম্পানি; ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে; স্টিল ও রড তৈরি কোম্পানিতে; পৌরসভা ও সিটি কর্পোরেশনে।

ড্রাইভিং কাম অটো মেকানিক্স পড়তে প্রয়োজনীয় ল্যাব সমূহঃ

১। Computer Lab-1 (Advanced Software)
২। Computer Lab-2 (Network)
৩। Computer Lab-3 (Computer Drafting)
৪। Hardware Lab
৫। Electrical Lab
৬। Electronics Lab

ড্রাইভিং কাম অটো মেকানিক্স এ উচ্চ শিক্ষার সুযোগঃ

  • বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-দের উচ্চ শিক্ষার জন্য পৃথক একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে(DUET-Dhaka University of Engineering and Technology )।
  • বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং।
  • বিএসসি ইন Electrical and Telecommunication Technology, IEB, Dhaka।
  • বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন।এছাড়াও এ এম আই ই ডিগ্রী লাভ করতে পারবেন। AMIE(Associate Membership Institute of Engineering), IEB, Dhaka
  • বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং।

ডিপ্লোমা ইন সিভিল Engineering -এ পাশ করার পর সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোতে এবং দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে সরাসরি দ্বিতীয় বর্ষে পড়ার সুযোগ রয়েছে। 1. DUET 2. AMIE , IEB এছাড়া দেশে ও বিদেশে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে।