ভাষাসমূহ

সিভিল টেকনোলজি

Text size A A A
Color C C C C

সিভিল টেকনোলজি

কালের বিবর্তনে মানুষের চাহিদার পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে। মানুষ উন্নত জীবন যাপন করতে শিখেছে। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা বাড়ছে। পন্যের গুনগতমানও বৃদ্ধি পাচ্ছে। আর এর পিছনে প্রত্যক্ষ ভূমিকা রাখছে সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রত্যেক দেশের শিল্পোন্নয়ন, নতুন নতুন স্থাপনার পিছনে যার অবদান রয়েছে তা হল এই সিভিল ইঞ্জিনিয়ারিং। 

সিভিল টেকনোলজি এ চাকরির ক্ষেত্রসমূহঃ

উপ-সহকারী প্রকৌশলী পদে (২য় শ্রেণীর গেজেটেড অফিসার) চাকরি পাওয়ার সুযোগ; স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এল. জি. ই. ডি.); জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর (পাবলিক হেল্‌থ); শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; সড়ক ও জনপথ অধিদপ্তর; গণপূর্ত অধিদপ্তর; পানি উন্নয়ন বোর্ড; সেনা, নৌ, বিমানবাহিনী (ইঞ্জিনিয়ারিং কোর-এ); বাংলাদেশ রেলওয়ে; ভূমি জরিপ; হাউজিং ও বিল্ডিং নির্মাণ প্রকৌশলী হিসেবে; কনস্ট্রাকশণ ও ঠিকাদারি প্রতিষ্ঠান; হাউজিং ডেভেলপার কোম্পানিসমূহে; সরকারি-বেসরকারি পলিটেকনিক; ভোকেশনাল; টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে শিক্ষক পদে চাকরি।

সিভিল টেকনোলজি এ উচ্চ শিক্ষার সুযোগঃ

  • ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ডুয়েট, কুয়েট, থেকে বি.এস.সি. ইন-ইঞ্জিনিয়ারিং সহ উচ্চতর ডিগ্রী লাভের সুযোগ।
  • স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ শিক্ষার সুযোগ।
  • এছাড়া দেশে ও বিদেশে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে।