ভাষাসমূহ

প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ’র বক্তব্য

Text size A A A
Color C C C C

আমরা সকলে জানি, শিশুর সর্বতোমূখী বিকাশ সাধানকে শিক্ষা বলে। শিক্ষা হল এক বিশেষ দর্শন; যা জীবন দর্শনের উপর নির্ভরশীল। শিক্ষা জীবনের মতই ব্যাপক। শিক্ষা হল আজীবন সাধনার সামগ্রী। শিক্ষা হল মানুষের ভিতর হতে পরিবর্তন আনা, অভ্যান্তরিন গুণাবলীর পরিপুষ্টি সাধন করা। অর্থাৎ যা মানব শিশুর শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি বিধানে সহায়তা করে তাই শিক্ষা।

আমরা সকলে জানি, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এই যুগে কারিগরি শিক্ষার কোন বিকল্প নাই। পূর্বে বলা হতো “ শিক্ষা জাতির মেরুদণ্ড’’ কিন্তু বর্তমানে বলা হয় ‘‘ কারিগরি শিক্ষাই জাতির মেরুদণ্ড’’ । অথাৎ কারিগরি শিক্ষায় যে দেশ যত বেশী উন্নত, বিজ্ঞান ও প্রযুক্তিতে সে দেশ তত বেশী উন্নত ও সমৃদ্ধ । ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট এমনই একটি প্রতিষ্ঠান যেখানে তাত্ত্বিক ক্লাসের সাথে সাথে ব্যবহারিক ক্লাসেরও সমান গুরুত্ব দেওয়া হয়। যে সকল ছাত্র-ছাত্রী রুটিন অনুযায়ী প্রতিদিন ক্লাসে উপস্থিত থেকে মনোযোগের সহিত তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস করে এবং বাসায় ৩-৪ ঘণ্টা পড়ালেখা করে, সেই ছাত্র-ছাত্রীর ফেল করার কোন সম্ভাবনা থাকে না।

দক্ষ মানবসম্পদ জাতী গঠনে গুরুত্বপূর্ণ উপাদান, বৃত্তি মূলক এবং কারিগরি শিক্ষা দক্ষ মানবসম্পদ গঠনের উপযুক্ত মাধ্যম। সুতরং এখনকার দিনে যুগ উপযোগী শিক্ষা হিসাবে বৃত্তি মূলক এবং কারিগরি শিক্ষাকে বিবেচনা করা হয়। বৃত্তি মূলক এবং কারিগরি শিক্ষা বাদ দিয়ে দেশকে বেকারত্ব মূক্ত করা সম্ভব নয়। একজন মানুষ তার পারিবারিক এবং রাস্টের অর্থনৈতিক নিরাপত্তা, বৈদেশিক মূদ্রা অর্জন এর মাধ্যমে দিতে পারে। কোন দয়া ছাড়া, আমাদের সন্তানরা বিচরণ করবে বৈদেশিক কাজের ক্ষেত্রে তাদের নিজস্ব দক্ষতায়।

দক্ষ মানবসম্পদ অর্থনৈতিক স্থিতিশিলতার জন্য গুরুত্বপূর্ণ । কারন আমাদের বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তির পরিবর্তন হছে। উন্নয়নশীল দেশ গুলি বাঁধার সন্মূখীন হয়। বানিজ্য এবং দক্ষ মানবসম্পদ রপ্তানীর জন্য যোগাযোগের আন্তর্জাতিক পরিবেশের প্রয়োজন। যা সরকার চালিয়ে যাছে। বাংলাদেশের বাজেটের একটি বড় অংশ নির্ভর করে অদক্ষ শ্রমিকদের পাঠানো বৈদেশীক মূদ্রা এর উপর। বৈদেশীক শ্রম বাজারে আমরা বিভিন্ন অগ্রহণযোগ্য বাঁধার সম্নূখিন হই। এই শ্রমবাজারে আমরা দখ মানব সম্পদ রপ্তানী করতে পারি। এক্ষেত্রে আমরা অবশ্য সকল কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষার শাঁখাকে বিবেচনায় আনতে পারি। আমরা অবদান রাখতে পারি উন্নত বিশ্বের পোশাক, ঔষধ, খাদ্য, তেল, গ্যাস, শিল্প, সাস্থ এবং যোগাযোগের ক্ষেত্রে । এতে বৈদেশিক কর্ম ক্ষেত্রে বিপ্লব ঘটতে পারে বা ঘটবে।

 

বাংলাদেশের ব-দ্বীপ জেলা ভোলায় সর্ব প্রথম স্থাপিত বেসরকারি পলিটেকনিক ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট এর অবকাঠামো, ল্যাব এর যন্ত্রপাতি, শিক্ষার্থী ও শিক্ষকদের মান উন্নয়নে কোন স্ব- হৃদয় ব্যক্তি অনুদান দিলে আমরা তা স্বাদরে গ্রহণ করি। 

If any self-hearted person donates to improve the infrastructure, lab equipment, quality of students and teachers of Bhola Sadar Polytechnic Institute, the first private polytechnic established in the Iland district of Bhola, Bangladesh, we accept it with pleasure.)

প্রতিষ্ঠানের চলতি হিসাব নম্বর ঃ 3319020004863

Institute's Current Account Number: 3319020004863

প্রতিষ্ঠানের চলতি হিসাব নামঃ অধ্যক্ষ, ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট।

Institute's Current Account Name: Principal, Bhola Sadar Polytechnic Institute.

রূপালী ব্যাংক, ভোলা কর্পোরেট শাখা, ভোলা।

Rupali Bank Limited, Bhola Corporate Branch, Bhola.

( ফাউন্ডেশন এর নামঃ ইঞ্জিনিয়ার দিবাকর দে এডুকেশন সোসাইটি

রেজিস্ট্রেশন নম্বরঃ KHS-368 / 2012

Foundation Name: Engineer Dibakar Dey Education Society.

Registration Number: KHS-368 / 2012)